পাহাড় দেখতে নাকি কুকুরছানার মতো

পাহাড় দেখতে নাকি কুকুরছানার মতো
মধ্য চীনের হুবেই প্রদেশে বেড়াতে গিয়ে একটি পাহাড়ের ছবি তোলেন সাংহাইভিত্তিক ডিজাইনার গুও শিংসান। পরে ছবিগুলো দেখার সময় তিনি খেয়াল করেন, ইয়াংসি নদীর পাশের একটি পাহাড়ের আকার কুকুরছানার মতো। তিনি ছবিটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পোস্ট করেন, যার ক্যাপশনে লেখেন 'কুকুরছানা পাহাড়', যা দ্রুত চীনে ভাইরাল হয়ে ওঠে। ছবিটি দেখে পর্যটকরা ওই পাহাড়টি দেখতে ইচাংয়ে আসতে শুরু করেন। গুও বলেন, “এই আবিষ্কারটি আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল। কুকুরছানার ভঙ্গি দেখে মনে হয়, এটি হয়তো পানি পান করছে কিংবা মাছের দিকে তাকিয়ে আছে, এমনকি মনে হচ্ছে যেন এটি নদী পাহারা দিচ্ছে।” ছবিটি পোস্ট করার পর এক লাখ ২০ হাজারেরও বেশি লাইক পড়ে এবং ছবি দেখতে অনেকেই ইচাংয়ে ভ্রমণ করতে আসেন। কেউ কেউ পোষা কুকুর নিয়ে পাহাড়টির সাথে মিলিয়ে দেখতে আসেন। পাহাড়টির অবস্থান ইচাংয়ের জিগুই কাউন্টিতে। সেখানে মাচার মতো জায়গা থেকে 'কুকুরছানা পাহাড়' স্পষ্ট দেখা যায়। ইয়াংসি নদী, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী, এই পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত হয়। ছবিটি পোস্ট করার পর অনেকে পূর্বে দেখেও পাহাড়টি কুকুরের মতো দেখতে খেয়াল করেননি। একজন স্থানীয় বাসিন্দা সি টং বলেন, "আমি আগে ওই পাহাড় দেখেছি এবং তখনও মনে হয়েছিল এটি কুকুরের মতো দেখতে।"